সংবাদ একলব্য, ৬ আগস্টঃ প্রচন্ড দাবদাহে কোচবিহার। সাত সকাল থেকে চড়া রোদ, গরমে বাসিন্দারা হাঁসফাঁস করছেন।প্রচন্ড গরমের পাশাপাশি দুপুরে গরম বাতাস বইতে শুরু করায় দুপুরের পর শহরের রাস্তাঘাট বাজার ফাঁকা হয়ে যায়।
এই প্রচন্ড গরমে কোচবিহার শহরের একটি বেসরকারি বিদ্যালয় অরবিন্দ পাঠভবন আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয় ছুটির ঘোষণা দেয়। বৃহস্পতিবারেও যদি তাপমাত্রা না কমে তবে ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্কুল কতৃপক্ষ।