নিউজডেস্কঃ
পুরনো জমি নিয়ে বিবাদের জেরে কৃষককে মারধরের অভিযোগ উঠল। কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলরের স্বামী। মহিলাদেরও মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোবরডাঙা ইছাপুরের। প্রতিবাদে ইছাপুরে পথ অবরোধ করেন গ্রামবাসী।
পুরনো জমি নিয়ে বিবাদের জেরে অসিত পাল নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল কাউন্সিলরের স্বামী অশোক দাসের বিরুদ্ধে। অভিযোগ, গোবরডাঙা ইছাপুরের জমি দখল করতে এসেছিলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী অশোক দাস ও তাঁর সঙ্গী রমেশ। কৃষক অসিত পালকে বেধড়ক মারধর করেন তাঁরা। এমনকি সঙ্গে করে দা নিয়ে এসেছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। এক মহিলার গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ। ফেসবুকে ভাইরাল হয়েছে একটি ভিডিয়। তাতে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন অসিত পাল। তাঁকে জল খাওয়াচ্ছেন পরিবারের লোকজনেরা। পাশেই দাঁড়িয়ে তৃণমূল কাউন্সিলরের স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।সমীর দাস বলে এক ব্যক্তি তাঁর ফেসবুক একাউন্টে জানিয়েছেন- "গোবরডাঙা ইছাপুর এর জমি দখল করতে এসেছিল ১ন ওয়ার্ড এর Councillor এর স্বামি, জমির মালিক কে মেরে মাটিতে শুয়ে তার সমস্ত ফসল নষ্ট করে জমি দখল করার চেস্টা করে,এই ঘটনা জানাযানি হয়ে যাওয়ার পরে গ্রামের সবাই এক হয়ে বাধা দেওয়ার চেস্টা করলে তাদের নানা ভাবে ভয় দেখায়।"
(সংবাদ একলব্য এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে। )
(সংবাদ একলব্য এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে। )
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊