সংবাদ একলব্য, দিনহাটা, ৫ আগস্টঃ ভারতীয় সংবিধানের ৩৭০(৩)ধারা বাতিল করলো কেন্দ্র । আজ রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সেই মোতাবেক রাজ্যের অধিকার হারালো জম্মু-কাশ্মীর ।এখন থেকে জম্মু -কাশ্মীর ও লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে থাকবে। জম্মু-কাশ্মীরে বিধানসভা থাকবে কিন্তু লাদাখ এ কোন বিধানসভা থাকবেনা। সেই প্রস্তাবে সই করলেন রাষ্ট্রপতি । 
এই খবর প্রকাশিত হবার পরই সমগ্র দেশজুড়ে আনন্দের ঢেউ আছরে পড়ে। কোচবিহার জেলার দিনহাটায় রাষ্ট্রবাদী নাগরিক সমাজের পক্ষথেকে এক দেশ, এক বিধান, এক নিশানের সমর্থনে মিছিল বের হয়। দেখুন সেই ভিডিও-