ভগবতী দাস
কোচবিহার 

ডিজিটাল  ইন্ডিয়া আজ স্বপ্ন দেখায় অনেক ঠিকই;হ্যাঁ এটা ঠিক যে যান্ত্রিকতার জন্য সমাজ আজ অনেকটাই এগিয়ে।এখন ঘরে ঘরে জনে মোবাইল ইন্টারনেট।এককথায় ডিজিটাল ইন্ডিয়া।ইন্টারনেট জগতের জন্য কোনো সমস‍্যার সঠিক সমাধান খুব সহজেই পেয়ে যাই আমরা।কোনো বিষয়ে তথ্য আমরা যেকোনো সময় ইন্টারনেটে পেয়ে যাই।ধরুন, আপনার কোনো জায়গার location খুব দরকার;আপনি খুব সহজেই ইন্টারনেট এর দ্বারা সেই location বার করে নিতে পারবেন।সেই দিক দিয়ে বলাই যায় যান্ত্রিকতা আমাদের খুব ভাবেই সাহায্য করছে।আগে যেমন,কোনো ইন্টারভিউ,ফ‍র্মফিলাপ বা কোনো টাকা জমা দিতে লাইন দিয়ে ভীড়ে সেসব কাজ করতে হতো।কিন্তু বর্তমানে ইন্টারনেট ব‍্যাবস্তার সুযোগ থাকায়,ঘরে বসে সেসব কাজ খুব সহজেই করে ফেলতে পারি আমরা।এককথায় আমরা স্বাধীন ভাবে অন‍্যের সাহায্য ছাড়াই সবকিছু করে ফেলতে পারি।এককথায় ডিজিটাল ইন্ডিয়া আমাদের স্বাধীনতা এনে দিয়েছে।
          আবার অপর দিকে দেখতে গেলে দেখা যায় এই ডিজিটাল ইন্ডিয়া বাস্তবে অনেক আঘাত করেছে।কিছু ব্যাক্তি আছে যারা এই ডিজিটাল পদ্ধতির দ্বারা সমাজকে নানা ভাবে আঘাত করছে।অনেকে ভুলে যাচ্ছে এর সঠিক ব‍্যাবহার।যতই ঘরে ঘরে ডিজিটাল সুবিধা থাকুক তা অনেক ক্ষেত্রেই সমাজকে আঘাত করে চলছে।
    তাই সবশেষে এটাই বলব;ডিজিটাল ইন্ডিয়ার যেন কেবল সমাজের কল্যাণ করে তার দিকে নজর রাখাই আমাদের কর্তব্য।