অসীম কর্মকার, দেওয়ানহাট, ১৪ই অগাস্ট ২০১৯ঃ আজ দেওয়ানহাট মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগে একটি দেওয়াল পত্রিকা প্রকাশিত হলো। ফিতে কেটে অনুষ্ঠান উদ্ভোধন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আজিজ আহমেদ মহাশয়। উক্ত পত্রিকায় উপস্থাপন করা হয়েছে 'বিজ্ঞান চর্চায় ভারতের অবদান', 'কার্গিল যুদ্ধ', '৭৩ বছরে ভারতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি' প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়। ২য় বর্ষ ৩য় সংখ্যার এই পত্রিকার মূল বিষয় ছিল "৭৩ এ স্বাধীন ভারত, ফিরে দেখা"। পত্রিকাটির মোড়ক উন্মোচনের পর বিভাগীয় প্রধান অধ্যাপক ও পত্রিকার সম্পাদক স্বাধীন ঝা তার মূল্যবান বক্তব্য রাখেন। এছাড়াও পত্রিকাটির মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগীয় অধ্যাপক-অধ্যাপিকা ও মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা। শুভ রাখীবন্ধন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।