সংবাদ একলব্য, ৮ আগস্টঃ আজ গভীর শ্রদ্ধার সাথে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয় সভাকক্ষে কবিতা, নৃত্য, সঙ্গীত, নাটকে অংশগ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অভিষার কবিতার নাট্যরূপ অভিনীত হয় ।
আজকের অনুষ্ঠানে  স্বাগত ভাষণ দেন বাংলা বিভাগের অধ্যাপক সেলিম বক্স মন্ডল। প্রধান বক্তা ছিলেন  নিবন্ধক আব্দুল কাদের সাফিলি এছাড়াও অন্যান্য বক্তা হিসাবে ছিলেন কলা ও বানিজ্য বিভাগের ডিন শ্রী মাধব চন্দ্র অধিকারী, শ্রী প্রনব কুমার ভট্টাচার্য , শ্রী সাবলু বর্মণ প্রমূখ।