Sangbad Ekalavya: বানেশ্বরঃ  শ্রাবন মাস মানেই হিন্দু ধর্মের বিশেষ একটি মাস। গত শ্রাবন মাসে ভারতবর্ষের বিভিন্ন এলাকার শিব মন্দিরে জল ঢালতে যান শিব ভক্তরা। সারা দেশের বিভিন্ন এলাকার শিব মন্দিরের মতো কোচবিহার জেলার বানেশ্বর শিব মন্দির প্রাঙ্গনেও জমায়েত হন বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তরা। পূজা শেষে ভক্তদের প্রসাদ বিতরণও করা হয় । আর সেই প্রসাদের ফেলে দেওয়া থালায় ভরে আছে শিবমন্দির সংলগ্ন ভক্তদের বসবার জায়গা। মন্দির কতৃপক্ষের সেদিকে কোন নজর নেই। রাজ্য জুড়ে যেখানে নির্মল বাংলার কর্মযজ্ঞ চলছে সেখানে বানেশ্বর শিব মন্দিরের এই দৃশ্য কার্যতই অনাকাঙ্ক্ষিত ।  
সংবাদ প্রতিনিধিকে  উপস্থিত দর্শনার্থি জয়িতা সরকার, শিবেন সরকার জানিয়েছেন- 'মন্দিরের পাশে এতো আবর্জনা দেখে খারাপ লাগছে।  ঝাড়ু সাথে আনলে আমরাই পরিষ্কার করে দিয়ে যেতাম।'