ফজলে রহমান,বামনহাট,২৮অগাস্টঃগতকাল বামনহাট উচ্চবিদ্যালয়ের পরিচালনায় বামনহাট উচ্চবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক চারদলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়। বিদ্যালয় প্রাঙ্গনে টুর্নামেন্টটি পরিচালিত হয়। এই খেলায় অংশগ্রহনকারী বিদ্যালয়গুলি হল - চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দির, সাহেবগঞ্জ হাইস্কুল, বামনহাট উচ্চবিদ্যালয় এবং মহাকালহাট উচ্চবিদ্যালয়। টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন বামনহাট গ্রামপঞ্চায়েত প্রধান দীপক ভট্টাচার্য্য। টুর্নামেন্টের শুভ শুচনা করেন বামনহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুবন মোহন পাল মহাশয়। প্রথম পর্বের খেলায় চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দির সাহেবগঞ্জ হাইস্কুলকে হারিয়ে চুড়ান্ত পর্বে পৌছায়। অপরদিকে মহাকালহাট উচ্চবিদ্যালয় আয়োজক বিদ্যালয়কে পরাজিত করে চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। আজ চুড়ান্ত খেলাটি আয়োজিত হয়। আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় চুড়ান্ত পর্বের খেলাটি উদ্বোধন করেন। খেলা শুরুর 14 মিনিটের মাথায় চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দিরের হয়ে গোল করেন মহাদেব বর্মন। তবে মহাকালহাট উচ্চবিদ্যালয় নাছোড়বান্দা। তারা 20 মিনিটে গোল দেয়। দীর্ঘ 50 মিনিট ধরে এক অদম্য লড়াইয়ের পর ট্রাইবেকারের মাধ্যমে ট্রফি ছিনিয়ে নেয় চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দির। চৌধুরীহাট 4 - 3 গোলে ম্যাচটি জিতেছে। চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দিরের কৌশিক বর্মন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊