চ্যাংরাবান্ধা, ৮ আগস্টঃ
মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৭৭ নিজতরফ বাসিন্দা কবির হুসেনের এক গাভী গরু জোড়া বাছুর । জোড়া বাছুর দেখতে উৎসুক জনতার ভীড়। এই গাভীর ডেলিভারি করতে গিয়ে প্রানীবন্ধু আনারুল ইসলাম প্রামাণিক  জানান এক জোড়া মেয়ে বাছুর হয়। আমার  জীবনে এই প্রথম ডেলিভারি অপারেশন এ স্বার্থক কাজ করতে পেরে নিজে কে ভাল লাগছে। গরু মালিক গরুর এই দুই কন্যা গোবাদি কন্যা বাছুর পেয়ে ভীষণ খুশি। পার্শ্ববর্তী বাসিন্দা ফুলতি রায় এসে এই দুই কন্যা সন্তান কে দেখে ভক্তি করেন। এবং তিনি তাদের নাম রাখেন লক্ষী ও সরস্বতী । এই দুই কন্যা বাছুর কে দেখতে অসংখ্য মানুষের ভীড় জমে উঠে কবির হুসেন এর বাড়িতে।এই খবর পাওয়ামাত্র মেখলিগঞ্জ ব্লক প্রাণী দপ্তর আধিকারিক জানান এটা অস্বাভাবিক এর কিছু নয় তবে সুন্দর ভাবে পরিচর্চার কথা বলেন এবং সেই মোতাবেক নির্দেশ দেন। সংশ্লিট এলাকার প্রাণী বন্ধু  আনারুল ইসলাম প্রামাণিক জানান আমি নিজেও ভাবতে পারিনি যে এত বড় ডেলিভারি অপারেশনের করতে পারব। গাভী এবং মেয়ে বাছুর দুটি সুস্থ আছে। চিকিৎসা চলছে। এ দিকে গ্রামের ফুলতি রায় বাহিনী তার ধর্মীয় মতে গরুর কন্যা দুটির নাম রেখে দেন লক্ষী ও সরস্বতী।  জানা যায় ইতি মত পূজাপার্বণ শুরু হয়েছে জোড়া বাছুরকে কেন্দ্র করে । বাছুর জন্মানোর পর থেকে সেই পরিবারের মালিকের বাড়িতে প্রচুর মানুষের ঢ্ল নামে।