দেবাশীষ দাশ,গাইবান্ধা,(বাংলাদেশ)-আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে অবলম্বন সংস্থার উদ্যোগে আজ গাইবান্ধার কামদিয়ার আদিবাসী পল্লীতে এক আদিবাসী সমাবেশ অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে আদিবাসীদের বিভিন্ন দবী দওয়া সম্বলিত প্লাকাড নিয়ে একটি রেলী বিভিন্ন রাস্তা প্রদক্ষীনের পর অনুষ্টান স্হলে এলে সাদেকুল ইসলাম গোলাপের সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় আদিবাসীদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বক্তব্য রাখেন সিসিল মুরুম,গনেশ মরমু, ডাঃপিলিমন দাস, দেবাশীষ দাশ দেবু, জিয়াউল হক,ওয়াজিউর রহমান রেফেল ও প্রবীর চক্রবর্তী।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসীদের গান ও নৃত্য পরিবেশন করে আদিবাসী ছেলে-মেয়েরা।