নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১০আগস্টঃ উত্তরবঙ্গের পর্যটন প্রসারে একাধিকবার উদ্যোগ নিতে দেখা গিয়েছে পর্যটন দপ্তরকে। এবার এক অন্যধরনের উদ্যোগ নিল পর্যটন দপ্তর। মাত্র ১২০০টাকায় নর্থ বেঙ্গলের যেকোনো ট্রাভেল ডেসটিনেশন গুলি ঘুরে দেখা সুযোগ পাবে পর্যটকরা। পর্যটনপ্রেমীরা মনে করছে এরফলে উত্তর বঙ্গের পর্যটন প্রসার ব্যাপক হারে বাড়বে। এদিন মূখ্যমন্ত্রী ও পর্যটন মন্ত্রী গৌতম দেব জেলা আধিকারিকদের বৈঠক করেন। চলতি বছর নভেম্বর মাসে পর্যটন উৎসবের আয়োজন করা হবে বলে জানান গৌতম দেব। রাজাভাতখাওয়া, মেটেলি-সহ একাধিক জায়গায় পালিত হবে পর্যটন উৎসব। রায়মাটাং, চালসা, চিলাপাতা, ফাসখাওয়া, জয়ন্তী, কালীখোলা, হলং ইত্যাদি পর্যটন কেন্দ্র রয়েছে উত্তরবঙ্গে। প্রায় প্রতি বছর পর্যটকদের দেখা মেলে এসব জায়গাতে। এবার থেকে সেই সব ভ্রমণ কেন্দ্রগুলোতেই অল্প খরচে বেড়ানোর সুযোগ পাবেন পর্যটকরা। পর্যটন দপ্তর সূত্রে খবর, শিশুদের কোনো খরচ নেওয়া হবে না। এছাড়াও, নিত্য নতুন আপডেট পেতে পর্যটন দপ্তরের ফেসবুক পেজে চোখ রাখার বার্তা দিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊