Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি কর্মিদের কটুক্তি করায় উত্তপ্ত জনতা ভাঙলো তৃণমূলের পার্টি অফিস


   নিজস্ব সংবাদদাতাঃ ২৪ মে,২০১৯ঃ আজ সকালে বুড়িরহাটে বিজেপি পার্টি অফিস উদ্বোধনের সময় কয়েকশতাধিক মানুষের সমাবেশ ঘটে বুড়িরহাট বাজারে। জানা যায় এই সময় তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার টিপ্পনি করতে থাকে উপস্থিত কর্মি-সমর্থকদের। উত্তপ্ত জনতার রোষ গিয়ে আছড়ে পড়ে তার ওপর। পরবর্তিতে তৃণমূল কার্যালয় ভাংচুর হয়।


এক বিজেপি কর্মি জানান, 'সিপিএম এর পার্টি অফিস দখল করে এতদিন সেখানে তৃনমূল নেতারা তাঁদের পার্টি অফিস বানিয়েছিল।' ঘটনার পর বিশাল পুলিশ বাহিনি আসে। আব্দুস সাত্তারের ফোনে যোগাযোগ করে পাওয়া যায় নি। বিজেপি নেতা বিরেন রায় জানান,-'আমার দলের কোন কর্মি সমর্থক এমন কাজ করতে পারেনা। তৃনমূলের কর্মিরাই তাঁদের পার্টি অফিস ভেঙেছে।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code