সাংবাদিক নিগৃহের প্রতিবাদে মহকুমা সাংবাদিক সংঘ
সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয় সাংবাদিকদের। উত্তর ২৪ পরগণার সরবেরিয়ায় সাংবাদিকদের কাজে বাধা দিতে গিয়ে ভেঙে দেওয়া হয় চিত্রগ্রাহকের ক্যামেরা। রক্তাক্ত হয় সংবাদ মাধ্যমের গাড়ি চালক। গতকালই এই ঘটনার তিব্র প্রতিবাদ জানিয়েছিল কলকাতা প্রেস ক্লাব। এবার সেই সাংবাদিক নিগৃহের ঘটনা নিয়ে প্রতিবাদে সামিল হলেন ডোমকল মহকুমার সাংবাদিকরা।
শনিবার বিকেলে 'ডোমকল মহকুমা সাংবাদিক সংঘ' -এর উদ্যোগে এক ধিক্কার মিছিল করে বাজার পরিক্রমা করেন। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ জন সাংবাদিক ধিক্কার মিছিলে পা মেলান।
এদিনের মিছিল থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার জোরালো দাবি তোলেন মহকুমা সাংবাদিক সংঘ। তাঁদের দাবি, ফের আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন সংবাদকর্মীরা।
প্রসঙ্গত, গতকাল উত্তর ২৪ পরগণার সরবেরিয়ায় স্থানীয় এক রাজনৈতিক নেতার বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই সময় খবর সংগ্রহ করতে গিয়ে একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন সাংবাদিকরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊