প্রতীকী ছবি 

নির্বাচন কমিশনের কাজ বয়কট করলেন অনিচ্ছুক শিক্ষকরা৷ গতকাল ব্লক প্রশাসনের ডাকা ডিও বিএলও প্রশিক্ষণ বয়কট করলেন নদীয়া জেলার করিমপুর ১ নম্বর ব্লকের বেশ কয়েকজন শিক্ষক৷

১৫ ডিসেম্বর দুপুরে করিমপুর ১ নং ব্লকের শিক্ষকদের ডিও বিএলও কাজের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন৷ কিন্তু, প্রশিক্ষণ শিবিরে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন করেন শিক্ষকরা৷ প্রশ্নের জবাব না পেয়ে প্রশিক্ষণ বয়কট করেন তাঁরা৷ তাঁদের অভিযোগ, ব্লক প্রশাসন শিক্ষকদের একপ্রকার বাধ্য করছেন ডিও বিএলও কাজ করাতে৷

এদিন  প্রশাসনিক কর্তাদের নির্দেশ উপেক্ষা করে ডিও বিএলও প্রশিক্ষণ বয়কট করেন প্রায় ৫০ জন শিক্ষক৷ শিক্ষকদের অভিযোগ, নির্বাচনের ডিও বিএলও কাজ করতে অনিচ্ছুক শিক্ষকদের উপর চাপ বাড়ানোর চেষ্টা করানো হচ্ছে৷ শিক্ষকদের অভিযোগ, তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিও বিএলও কাজ করতে অনিচ্ছুক৷ এই মর্মে প্রায় ৫০ জন শিক্ষক ডিউটি প্রত্যাখ্যান করেন৷

শিক্ষকরা জানান- আদালতের নির্দেশ অনুযায়ী কোনও শিক্ষককে শিক্ষা বহির্ভূত কাজ করতে দেওয়া যাবে না৷ পাশাপাশি ডিও বিএলও ডিউটির জন্য অনিচ্ছুক শিক্ষকদের কাজে লাগানো যাবে না৷

এই প্রসঙ্গে শিক্ষক নেতা তন্ময় ঘোষ এক ভিডিও বার্তায় বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অনিচ্ছুক শিক্ষকদের দিয়ে ডিও বিএলও কাজ করানো যায় না৷ কিন্তু, প্রশাসন চাপ তৈরি করছে৷ এর প্রতিবাদ হওয়া উচিত৷’’