জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মাঝরাতেই পথে দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা। মশাল, স্লোগান, পোস্টার আর গানে মুখরিত প্রতিবাদ। কলকাতা, বম্বে, কোচি, হায়দরাবাদ, পাটনা, আলিগড়, দেশের বিভিন্ন প্রান্তে একই ছবি। শেষ কবে পড়ুয়াদের এমন স্বতঃস্ফুর্ত প্রতিবাদ দেখা গিয়েছিল, মনে করাই দুরূহ ব্যাপার।
দিল্লিতে পুলিশের রোষের মুখে পড়তে হয় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। অন্তত ৫০ জন পড়ুয়াকে গ্রেপ্তারও করা হয়।
রবিবার মাঝরাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে জমায়েত শুরু হয়। মশাল হাতে মিছিলে বেরিয়ে পড়েন পড়ুয়ারা। স্লোগান ওঠে সরকারের বিরুদ্ধে। শুধু যাদবপুর নয়, বিক্ষোভে শামিল হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ও। রাতেই পার্ক সার্কাসের সাত মাথা মোড়ে জমায়েত করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাস থেকে অন্য একটি দল মিছিল শুরু করে এসে যোগ দেয় পার্ক সার্কাসে।
কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য প্রান্তের পড়ুয়ারাও আন্দোলনে নেমেছেন। মৌলানা আব্দুল কালাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জামিয়ায় পুলিশি হামলার প্রতিবাদে পরীক্ষা বয়কট করেছেন। পথে নেমেছেন জেএনইউ, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, বম্বে আইআইটি থেকে শুরু করে আলিগড় এবং বিহারের পড়ুয়ারা। আলিগড়েও অশান্তি চরমে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের জেরে ইতিমধ্যেই ৫ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি। সরাসরি নিউজ সিন্ডিকেট থেকে সংগৃহিত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊