রেল স্টেশনে আগুন, ট্রেনে হামলা, যাত্রীদের মারধর, পথ অবরোধ করে বাস জ্বালিয়ে দেওয়া, এমনকী বাড়িতে ঢুকে আক্রমণ, সবই চলেছে অবাধে। জখম অনেকে। অভিযোগ, ভয়ে ঘর ছেড়েছেন বেশ কিছু মানুষ। এই পরিস্থিতি মোকাবিলায় রবিবার প্রশাসনিক কর্তাদের নিয়ে বাড়িতে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।

রবিবার মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি-সহ রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধেয় নিজের বাসভবনে বৈঠকে সর্বশেষ পরিস্থিতির খবর নেন তিনি। কড়া নির্দেশ দেন, কোনও গুণ্ডামি বরদাস্ত করা চলবে না। প্রতিটি থানাকে সতর্ক থাকতে বলেন। উস্কানি দিলেই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আইন হাতে তুলে নিলেই গ্রেপ্তার করার নির্দেশ দেন। ভাঙচুর, অশান্তি যারা করেছে, কাউকে ছাড়া হবে না। স্পর্শকাতর এলাকায় বাড়াতে হবে নজরদারি, বৈঠকে এমনই নির্দেশ মুখ্যমন্ত্রীর। 

প্রসঙ্গত, উত্তেজিত, উন্মত্ত জনতার উপর রাশ টানতে বেশ কিছু জেলায় ইতিমধ্যেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। ভুয়ো খবর ছড়ালে কড়া ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে বলে জানা গেছে।