IND vs SL:শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মার ভারত
স্মরণীয় হয়ে রইল বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্ট। মোহালিতে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে তিন দিনের মধ্যে শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মার ভারত।
ভারতের ইনিংসের ৫৭৪/৮ (ডিক্লেয়ার) স্কোরের জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল মাত্র ১৭৪ রানে। এরপরেই ফলো অন করান রোহিত। দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা।নিরোশন ডিকাওয়েলা ছাড়া আর কেউই ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
রবিবার সারাদিনে পড়ল ১৬ উইকেট। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ৬০ ওভারে। ভারতীয় বোলারদের মধ্যে আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা ৪টি করে উইকেট নিয়েছেন। দুই উইকেট মহম্মদ শামির। দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হয়েছেন জাডেজা। যিনি ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। পাশাপাশি বল হাতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৯ উইকেট।
কোহলির সেঞ্চুরি টেস্টে বিরাট জয় ভারতের, সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊