Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঘুমের মধ্যেই ধর্ষণ ! সাবেক এমপির বিরুদ্ধে স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

ঘুমের মধ্যেই ধর্ষণ ! সাবেক এমপির বিরুদ্ধে স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

"Raped Me While I Slept, Screamed At Baby": UK Politician's Wife Exposes Years Of Abuse In Marriage


ব্রিটেনের সাবেক সংসদ সদস্য (Former British MP) কেট নিভেটন (Kate Nevton) তার প্রাক্তন স্বামী এবং সাবেক কনজারভেটিভ এমপি এন্ড্রু গ্রিফিথসের (Andrew Griffiths) বিরুদ্ধে এক দশকের বৈবাহিক জীবনে চরম পারিবারিক সহিংসতা (Domestic Violence) ও যৌন নিপীড়নের (Sexual Abuse) বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার দাবি, সেই সময় তাকে নিয়মিতভাবে ধর্ষণের (Rape Allegations) শিকার হতে হয়েছে, এমনকি ঘুমের মধ্যেও। 'ব্রেকিং দ্য সাইলেন্স (Breaking the Silence): কেটস স্টোরি' নামের একটি ডকুমেন্টারিতে (Documentary) কেট নিভেটন (Kate Nevton) তার এই ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো-এর প্রতিবেদন অনুযায়ী, কেট নিভেটন (Kate Nevton) জানিয়েছেন যে শুধু বৈবাহিক জীবনের সেই ১০ বছরই নয়, বরং এর পরের আরও পাঁচ বছর ধরে এন্ড্রু গ্রিফিথস (Andrew Griffiths) নানা আইনি জটিলতা ও হয়রানির (Legal Harassment) মাধ্যমে তার জীবন দুর্বিষহ করে তুলেছেন।

নিজের বৈবাহিক জীবনের বিভীষিকাময় অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কেট নিভেটন (Kate Nevton) বলেন, "ওর নির্যাতনে ঘুম ভেঙে যেত প্রায়ই। চোখ খুলেই দেখতাম, সে আমার শরীরের ওপর চড়াও। অনেক সময় দাঁতে দাঁত চেপে সহ্য করতাম, কখনো পারতাম না—ডুকরে কেঁদে উঠতাম। বেশিরভাগ সময় তাতেও সে থামত না। যদিও কখনও কখনও থামত, তবে তখন তার রাগ ভয়াবহ হয়ে উঠত। এমনকি, আমাকে বিছানা থেকে ফেলে না দেওয়া পর্যন্ত লাথি মারতে থাকত। তখন বাধ্য হয়ে অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখতাম, কিংবা বাড়ি ছেড়ে বেরিয়ে যেতাম।"


কেট নিভেটন (Kate Nevton) আরও বলেন, "বাইরে থেকে আমাদের সংসারকে নিখুঁত ও সুখী বলে মনে হতো। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন—আমার জন্য সেই সংসার ছিল নিছক এক দুঃস্বপ্ন। শুরুতে অনেক কিছুই চোখে পড়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম, ওর উপর কাজের চাপ বেশি, মানসিকভাবে ক্লান্ত—তাই এমন আচরণ করে। কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পেরেছি, আমি কত বড় একটা ভুল করেছিলাম।"

তিনি জানান, সন্তানের নিরাপত্তাই ছিল তার সবচেয়ে বড় প্রশ্ন। কেট (Kate Nevton) বলেন, "একদিন বাড়ির বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল গ্রিফিথস (Andrew Griffiths)। আমাদের দুই সপ্তাহের মেয়েটা তখন ক্ষুধায় কান্না করছিল। হঠাৎ গ্রিফিথস (Andrew Griffiths) চিৎকার করে ওঠে—'শাট দ্য ফাক আপ'। তখনই আমি বুঝে যাই এখানে আসলে আর সময় নষ্ট করা ঠিক হবে না। কারণ, আমার সন্তানের ভবিষ্যৎও ঝুঁকির মুখে।"


কেট (Kate Nevton) আরও জানান, "অনেক সময় রাগে-ক্ষোভে আমি ওকে বলতাম—পুলিশে গিয়ে অভিযোগ করব। তখন সে হুমকির সুরে বলত, 'আমি এই এলাকার এমপি, সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। কেউ তোমার কথা বিশ্বাস করবে না।'"

২০১৩ সালে কেট নিভেটনের (Kate Nevton) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এন্ড্রু গ্রিফিথস (Andrew Griffiths)। তবে সেই সম্পর্কের ইতি ঘটে ২০১৮ সালে। এরপর ২০২১ সালের ডিসেম্বরে এক পারিবারিক আদালত (Family Court) রায়ে জানান, গ্রিফিথস (Andrew Griffiths) একাধিকবার কেটকে (Kate Nevton) ধর্ষণ (Rape Allegations) ও শারীরিকভাবে নির্যাতন করেছেন।

সাবেক এমপি (Former British MP) কেট নিভেটন (Kate Nevton) জানান, বিচ্ছেদের পরও সাবেক স্বামী অ্যান্ড্রু গ্রিফিথস (Andrew Griffiths) টানা পাঁচ বছর ধরে তাকে বিভিন্ন আইনি প্রক্রিয়ার ভেতর ফেলে মানসিকভাবে নিপীড়ন করে গেছেন। আইনের অপব্যবহার করে তাকে হয়রানি (Legal Harassment) করা হয়েছে। কেট (Kate Nevton) এই ধরনের 'লিগ্যাল অ্যাবিউজ' বা আইনগত নির্যাতনকে সহিংসতারই একটি ধারাবাহিক রূপ হিসেবে দেখছেন।

২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বার্টনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন কেট নিভেটন (Kate Nevton)। একজন পেশাদার, মধ্যবিত্ত নারী হয়েও দীর্ঘ সময় পারিবারিক সহিংসতার (Domestic Violence) শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে কেট নিভেটন (Kate Nevton) বলেন, "অনেকেই মনে করেন, পারিবারিক সহিংসতা (Domestic Violence) কেবল নিম্নবিত্ত পরিবারে ঘটে। কিন্তু বাস্তবতা হলো, এটি সমাজের যেকোনো শ্রেণি বা পেশার মানুষের সঙ্গে হতে পারে। এমপি নির্বাচিত হওয়ার পর আমি প্রতিজ্ঞা করেছি—নির্যাতনের শিকার নারীদের (Women's Rights) হয়ে কাজ করব।"

'ব্রেকিং দ্য সাইলেন্স (Breaking the Silence): কেটস স্টোরি' ডকুমেন্টারিতে (Documentary) যুক্তরাজ্যের (United Kingdom) পারিবারিক আদালতব্যবস্থার (Family Court) কাঠামোগত দুর্বলতা এবং শিশু সুরক্ষা (Child Protection) ব্যবস্থার সীমাবদ্ধতাও উঠে এসেছে। প্রতিবছর দেশটির পারিবারিক আদালতে (Family Court) প্রায় ৩০ হাজার মামলা পারিবারিক সহিংসতাসংশ্লিষ্ট (Domestic Violence) অভিযোগ গৃহীত হয়।

উল্লেখ্য, অ্যান্ড্রু গ্রিফিথস (Andrew Griffiths) একসময় নারী অধিকার (Women's Rights) নিয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন এবং ২০০৬ সালে প্রধানমন্ত্রী থেরেসা মের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যা এই ঘটনার প্রেক্ষাপটে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

মূলশব্দ: কেট নিভেটন (Kate Nevton), এন্ড্রু গ্রিফিথস (Andrew Griffiths), সাবেক ব্রিটিশ এমপি (Former British MP), ধর্ষণ অভিযোগ (Rape Allegations), পারিবারিক সহিংসতা (Domestic Violence), যৌন নিপীড়ন (Sexual Abuse), ব্রেকিং দ্য সাইলেন্স (Breaking the Silence), ডকুমেন্টারি (Documentary), আইনি হয়রানি (Legal Harassment), বৈবাহিক নির্যাতন (Marital Abuse), নারীর অধিকার (Women's Rights), যুক্তরাজ্য (United Kingdom), পারিবারিক আদালত (Family Court), শিশু সুরক্ষা (Child Protection)। Keywords: Kate Nevton, Andrew Griffiths, Former British MP, Rape Allegations, Domestic Violence, Sexual Abuse, Breaking the Silence, Documentary, Legal Harassment, Marital Abuse, Women's Rights, United Kingdom, Family Court, Child Protection.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code