হাসপাতালের বেড থেকেই দলীয় কর্মী সমর্থকদের বার্তা মমতার, হুইলচেয়ারেই ভোটযুদ্ধে সামিলের বার্তা
গতকাল নন্দীগ্রামে আহত হয়ে রাতেই কলকাতায় ফেরেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে চোট নিয়ে হাসপাতালে ভর্তি তিনি। কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন। ফলে বৃহস্পতিবার তিনি হাসপাতালের বেড থেকেই কর্মী সমর্থকদের প্রতি বার্তা দিলেন তিনি।
বৃহস্পতিবার একটি ভিডিয়ো বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের উদ্দ্যেশে বলেন, এটা ঠিক যে, কাল খুব জোরে লেগেছিল আমার। আমার হাতে-পায়ে চোট আছে। লিগামেন্টে চোট আছে। কাল আমার মাথায় ও চেস্টে পেইনও হয়েছে। গাড়ি থেকে নমস্কার করছিলাম। তখন এত চাপ আসে যে, গাড়িটা যেন আমার গায়ের উপর চেপে যায়। সঙ্গে কিছু ওষুধ ছিল। খেয়ে কলকাতার দিকে রওনা হই। আমি সকলকে অনুরোধ করব, সংযত থাকুন, ভাল থাকুন, এমন কিছু করবেন না, যাতে মানুষের অসুবিধা হয়।"
এই ভিডিও বার্তাতেই ভোট যুদ্ধে প্রয়োজনে হুইলচেয়ারে বসেই সামিল হবেন বলে জানান মমতা। তিনি বলেন, "'আমি আশা করি, দু-তিনদিনের মধ্যেই নিজের ফিল্ডে ফিরে যাব। হয়তো পায়ের প্রবলেম থাকবে, কিন্তু আমি ম্যানেজ করে নেব। মিটিং-টিটিং যা আছে কিছুই নষ্ট করব না। তবে হয়তো কিছুদিন আমায় হুইল চেয়ারে (প্রচারের কাজ) করতে হবে, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইব। " প্রসঙ্গত, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরিকল্পিত ভাবে ধাক্কা মারা হয় বলে অভিযোগ তৃণমূলের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊