আজ শেষ হল তিন দিনের কৃষক ও কৃষক তনয়দের সংরক্ষণ কৃষি প্রশিক্ষন শিবির ।কৃষি ফার্মS.A.R.Fদিনহাটা (চুরুট ফ্যাক্টরির পাশে)প্রশিক্ষণ শুরু হয়২৮/১১/২0১৯থেকে ৩০/১১/২০১৯তারিখ পর্যান্ত।
এই প্রশিক্ষনে উপস্থিত ছিলেন শ্রী বলরাম দাস কৃষি আধিকারিক দিনহাটা, শ্রী সঞ্জয় কুমার সাহা বিষয় বস্তু আধিকারিক, মহম্মদ গিয়াসউদ্দিন বিষয় বস্তু আধিকারিক, শ্রী প্রবোধকুমার মন্ডলADAদিনহাটা২,সুব্রত সাহা,অশোক কুমার দাস সহকারী কৃষি সম্প্রসারণ আধিকারিক প্রমুখ।
বিভিন্ন আধিকারিক এর কথায় উঠে আসে জৈব কৃষি এবং যন্ত্রের সাহায্যে কৃষি কাজ।কিভাবে কম খরচে বেশি উৎপাদন পাওয়া যায় তার উপর আলোকপাত করেন। এই প্রশিক্ষণে দিনহাটা২ এর কৃষক বাবলু মোদক, সন্তোস দেব ,সাধন রায় বলেন এই প্রশিক্ষণে আমরা খুবই উপকৃত হয়েছি।
Social Plugin