জানা গিয়েছে, এদিন শিলিগুড়ির দিক থেকে বহরমপুরের দিকে আসছিল যাত্রী বোঝাই বেসরকারি বাসটি। অন্যদিকে কলকাতা থেকে আসাম যাচ্ছিল রিলায়েন্সের তেল ট্যাংকার বাহি লরিটি। ৩৪ নম্বর জাতীয় সড়কে রাস্তার কাজ চলায় এক রুটেই হচ্ছিল যান চলাচল। ঠিক তখনই মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর তৎপরতার সাথে উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ফারাক্কা থানার পুলিশ।
সোর্স --সোনার বাংলা
Social Plugin