Latest News

6/recent/ticker-posts

Ad Code

Job Alert: অষ্টম ও দশম উত্তীর্ণ প্রার্থীদের জন্য সরকারি চাকরির এক বিরাট সুযোগ

Job Alert: অষ্টম ও দশম উত্তীর্ণ প্রার্থীদের জন্য সরকারি চাকরির এক বিরাট সুযোগ

WBSSC recruitment 2025, WBSSC Group C vacancy, WBSSC Group D vacancy, WBSSC 8477 posts, West Bengal SSC jobs, WBSSC clerk recruitment, WBSSC assistant recruitment, WBSSC librarian post, WBSSC online application, WBSSC exam date 2026, WBSSC salary details

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অষ্টম ও দশম উত্তীর্ণ প্রার্থীদের জন্য সরকারি চাকরির এক বিরাট সুযোগ নিয়ে এসেছে। কমিশন ঘোষণা করেছে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে মোট ৮,৪৭৭টি শূন্যপদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া। এর মধ্যে গ্রুপ সি-তে রয়েছে ২,৯৮৯টি কেরানির পদ, আর গ্রুপ ডি-তে রয়েছে ৫,৪৮৮টি সহায়ক কর্মীর পদ। পাশাপাশি গ্রন্থাগারিক পদের জন্যও আবেদন আহ্বান করা হয়েছে। এই নিয়োগ অভিযান সম্পূর্ণ অ-শিক্ষক পদে হবে এবং নির্বাচিত প্রার্থীদের স্কুলে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতার ক্ষেত্রে গ্রুপ সি-তে আবেদন করতে হলে ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, আর গ্রুপ ডি-তে আবেদন করতে হলে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হওয়া আবশ্যক। গ্রন্থাগারিক পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৪০ বছর, সংরক্ষিত বিভাগগুলির জন্য নিয়ম অনুযায়ী ছাড় থাকবে। আবেদন ফি সাধারণ, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৪০০ টাকা, আর এসসি, এসটি ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১৫০ টাকা।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩ নভেম্বর থেকে এবং চলবে ৮ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত। অর্থাৎ আবেদন করার শেষ তারিখে আর মাত্র দুই দিন বাকি। আবেদন করতে হলে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com-এ গিয়ে নির্দিষ্ট পদের জন্য নিবন্ধন করতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে, ফি প্রদান শেষে ফর্ম জমা দিয়ে PDF সংরক্ষণ ও প্রিন্ট করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া হবে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে। গ্রুপ সি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি, ২০২৬ তারিখে এবং গ্রুপ ডি পরীক্ষা হবে ২৫ জানুয়ারি, ২০২৬ তারিখে। বেতন কাঠামো অনুযায়ী গ্রুপ সি পদে নির্বাচিতরা মাসিক ২২,৭০০ থেকে ২৬,০০০ টাকা পাবেন, আর গ্রুপ ডি পদে নির্বাচিতরা মাসিক ২০,০৫০ টাকা বেতন পাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code