নয়া নজির গড়ে সচিন, কোহলি, দ্রাবিড়ের ক্লাবে ঢুকে পড়লেন রোহিত শর্মা
শতরান হাতছাড়া হলেও বিশাখাপত্তনমে নজির গড়লেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ ব্যাপার হিসেবে সেই রেকর্ড গড়লেন তিনি। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়দের ক্লাবে ঢুকে পড়লেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০০ রান করার মাইলফলক স্পর্শ করলেন তিনি।
বিশাখাপত্তনমে ৭৫ রান করেছেন রোহিত। ২৭ রান করার সঙ্গে সঙ্গে ২০,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ হয়েছে তাঁর। ৫০৫ ম্যাচে এই কীর্তি করেছেন তিনি। এখন রোহিতের রান ২০,০৪৮। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর গড় ৪২.৪৭। স্ট্রাইক রেট ৮৭.৩৮। আন্তর্জাতিক কেরিয়ারে মোট ৫০টি শতরান ও ১১১টি অর্ধশতরান করেছেন রোহিত।
তিন ফরম্যাটের মধ্যে এক দিনের ক্রিকেটেই সবচেয়ে বেশি রান রোহিতের। ২৭৮ ম্যাচে ১১,৪৪১ রান করেছেন তিনি। এক দিনের ক্রিকেটে ৪৯.১০ গড় ও ৯২.৭৯ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। ৩৩টি শতরান ও ৬০টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। এদিকে ৬৭ টেস্টে ৪৩০১ রান রোহিতের। ৪০.৫৭ গড়ে ১২টি শতরান ও ১৮টি অর্ধশতরান করেছেন তিনি। ১৫৯ টি-টোয়েন্টি ম্যাচে রোহিতের রান ৪২৩১। তাঁর গড় ৩২.০৫ ও স্ট্রাইক রেট ১৪০.৮৯। টি-টোয়েন্টিতে পাঁচটি শতরান ও ৩২টি অর্ধশতরানের মালিক রোহিত।
এই তালিকায় শীর্ষে মাস্টার ব্লাস্টার। ১০০ শতরান ও ১৬৪ অর্ধশতরানের মালিক শচিন টেন্ডুলকার ৬৬৪ ম্যাচে ৩৪,৩৫৭ রান করেছেন। ৮৪ শতরান ও ১৪৪ অর্ধশতরান করে ৫৫৬ ম্যাচে তিনি করেছেন ২৭,৯১০ রান নিয়ে দ্বিতীয় কোহলির। কেরিয়ারে ৪৮ শতরান ও ১৪৫ অর্ধশতরান করে ৫০৪ ম্যাচে ২৪০৬৪ রান করে তৃতীয় দ্রাবিড়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊