Latest News

6/recent/ticker-posts

Ad Code

রোহিত-কোহলির ম্যাজিক, যশস্বীর শতরান, তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ জয় ভারতের

রোহিত-কোহলির ম্যাজিক, যশস্বীর শতরান, তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ জয় ভারতের

IND vs SA


রোহিত-কোহলির ম্যাজিক, যশস্বীর শতরান, তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ জয় ভারতের। তৃতীয় ওয়ানডে ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিয়েছে ভারতের। টানা ১৯ ম্যাচের পর টস জিতলো ভারত। টস জিতে চোখ বন্ধ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাহুল।

এই ম্যাচে ওপেনিংয়ে আবার ফেরেন রায়ান রিকেলটন। কিন্তু রান করতে পারেননি তিনি। শূন্য রানের মাথায় প্রথম ওভারেই অর্শদীর সিংহের শিকার হন তিনি। তবে প্রথম উইকেটে জুটি বাঁধেন কুইন্টন ডি’কক ও অধিনায়ক টেম্বা বাভুমা। ৮৯ বলে ১০৬ রানের ইনিংস গড়েন ডি'কক। ব্রিৎজ়কে (২৪) ও পরে এডেন মার্করামকে (১) ফেরান প্রসিদ্ধ। ডি'কককেও ফেরান প্রসিদ্ধ। ব্রেভিসকে ২৯ রানের মাথায় আউট করলেন কুলদীপ। জানসেনকেও ১৭ রানের মাথায় ফেরালেন তিনি। কর্বিন বশ আগের দুই ম্যাচে রান করলেও এই ম্যাচে পারলেন না। ৯ রানে কুলদীপের শিকার হলেন তিনি। শেষ দিকে কেশব মহারাজ ২০ রান করলেও পুরো ৫০ ওভার খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৪৭.৫ ওভারে ২৭০ রানে অল আউট হয়ে যায় তারা। ভারতের হয়ে কুলদীপ ও প্রসিদ্ধ ৪ করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথমে জুটি বাঁধেন রোহিত ও যশস্বী। দুই ব্যাটারই অর্ধশতরান করলেন এদিন। ওপেনিং জুটিতে ১৫৫ রান করল ভারত। ৭৫ রানে ফিরলেন রোহিত। আগের দুই ম্যাচে শতরান করা কোহলি এসে জুটি বাঁধলেন যশস্বীর সাথে। এক দিনের কেরিয়ারে নিজের প্রথম শতরান করলেন যশস্বী। যশস্বী ১১৬ ও কোহলি ৬৫ রানে অপরাজিত থেকে ভারতকে জয় এনে দিল। সাথে সাথে সিরিজ পকেটে পুড়লো ভারতীয় ক্রিকেট দল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code