Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে ধিক্কার জানিয়ে মিছিল বামপন্থী দলসমূহের

বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে ধিক্কার জানিয়ে মিছিল বামপন্থী দলসমূহের

Babri Masjid demolition protest, Left parties rally, Jalpaiguri Dinhata, CPI(M) demonstration, communal politics, BJP religion politics, December 6 anniversary, secularism protest, Bipul Sanyal, Salil Acharya, religious polarization India


বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে ধিক্কার জানিয়ে শনিবার জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের সুবোধ সেন ভবনের সামনে থেকে বামপন্থী দলসমূহের উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। ডিবিসি রোড হয়ে মিছিল থানা মোড়, কামারপাড়া ও উকিলপাড়া ঘুরে কদমতলায় বিক্ষোভ সভা শেষ হয়।

সভায় সভাপতিত্ব করেন সিপিআই(এম) জেলা নেতা বিপুল সান্যাল। বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য কমিটির নেতৃত্ব ও প্রাক্তন জেলা সম্পাদক সলিল আচার্য, সিপিআই নেতা রাহুল হোড়, সিপিআই(এমএল) নেতা মুকুল চক্রবর্তী, আরএসপি নেতা প্রকাশ রায়, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায় প্রমুখ।

সিপিআই(এম) জেলা সম্পাদক পীযূষ মিশ্র জানান, দেশের জুড়ে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিয়ে বিজেপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বাবরি ধ্বংসের ঘটনাকে পুঁজি করেই কেন্দ্রীয় সরকার বিভেদ মূলক রাজনীতিকে উসকে দিয়েছে—এমনই অভিযোগ তাঁর। শ্রমজীবী মানুষের বাস্তব সমস্যাকে আড়াল করতে ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।

এদিন ধূপগুড়িতেও সিপিআই(এম)-এর উদ্যোগে পার্টি অফিস থেকে থানা রোড ও বাজার এলাকা পরিক্রমা করে ধিক্কার মিছিল বের হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code