Latest News

6/recent/ticker-posts

Ad Code

লাভায় শিক্ষার আলো, চারতলা স্কুল ভবনের শিলান্যাসে উন্নয়নের নব অধ্যায়

লাভায় শিক্ষার আলো, চারতলা স্কুল ভবনের শিলান্যাসে উন্নয়নের নব অধ্যায়

lava news, lava education, lava school, lava new school


দার্জিলিং : পাহাড়ের প্রান্তিক এলাকা লাভায় এবার শিক্ষার পরিকাঠামোয় নতুন ইতিহাস রচনা হলো। গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের ইঞ্জিনিয়ারিং দফতরের উদ্যোগে লাভা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণের শিলান্যাস সম্পন্ন হয়েছে এক উজ্জ্বল অনুষ্ঠানের মধ্য দিয়ে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান নির্বাহী অনিত থাপা। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক রুদেন সাদা লেপচা, উপ-প্রধান নির্বাহী সঞ্চবির সুব্বা এবং প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। এলাকার বহু বাসিন্দা ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।

অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে বিধায়ক রুদেন সাদা লেপচা বলেন, “লাভা শুধু পর্যটনের কেন্দ্র নয়, এখন এটি শিক্ষার কেন্দ্র হিসেবেও আত্মপ্রকাশ করছে। অনিত থাপার নেতৃত্বে আজ পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলিও উন্নয়নের মূলস্রোতে যুক্ত হচ্ছে।” তিনি আরও জানান, এই ধারাবাহিক উন্নয়নই পাহাড়বাসীর আস্থা অর্জনের প্রতিফলন।

প্রায় ৫ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে চলা চারতলা ভবনটি আধুনিক শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি ও লাইব্রেরি সুবিধাসহ সাজানো হবে। প্রশাসনের মতে, ভবনটি চালু হলে লাভা ও আশেপাশের অঞ্চলের শতাধিক ছাত্রছাত্রী আধুনিক শিক্ষার সুবিধা পাবে।

অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারের এমন পরিকল্পনা পাহাড়ি অঞ্চলে শিক্ষার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ভবিষ্যতে বাগরাকোটসহ আশপাশের এলাকাতেও আরও একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code