Latest News

6/recent/ticker-posts

Ad Code

গোসানিমারীতে নতুন কংক্রিট রাস্তার উদ্বোধন করলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া

গোসানিমারীতে নতুন কংক্রিট রাস্তার উদ্বোধন করলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া

Dinhata


দিনহাটা, কোচবিহারঃ

গোসানীমারী–২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি নতুন কংক্রিট রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনীয়া। এই প্রকল্পের অধীনে আশেম আলি মিঞার বাড়ি থেকে দীনবন্ধু দাসের বাড়ি পর্যন্ত এবং বড়ো নাটাবাড়ি প্রাইমারি স্কুল থেকে মাল্লির বাজার (গৌতম সরকারের দোকান পর্যন্ত) মোট ৩.২৪৫ কিলোমিটার দীর্ঘ কংক্রিট রাস্তা নির্মিত হবে বলে জানা গেছে।

জানা যাচ্ছে, রাস্তার প্রস্থ থাকবে ২.৫ মিটার। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ₹১,২১,৪১,৫৯৮ টাকা, এবং নির্ধারিত ৪২০ দিনের মধ্যে কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

উপস্থিত এলাকাবাসী সাংসদের হাত দিয়ে এই উন্নয়নমূলক প্রকল্পের সূচনা হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন।

কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের অধীনে এই রাস্তা নির্মাণ হচ্ছে ১,২১,৪১,৫৯৮ টাকা ব্যয়ে। এতে এলাকার জণগণ খুশি। শুধু কোচবিহারে নয় আমরা সারা পশ্চিমবঙ্গের সারা জায়গায় উন্নয়ন দফতর থেকে শুরু করে পথশ্রী, বিধায়ক, সাংসদ তহবিল থেকে রাস্তা নির্মান করছি। আমাদের উদ্দেশ্য গ্রামের মানুষ যেন শহরের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করা সেই ব্যবস্থা করা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code