Latest News

6/recent/ticker-posts

Ad Code

SIR-এর বিরুদ্ধে পথে নামছেন মমতা-অভিষেক, পালটা সভা শুভেন্দুরও—রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে ভোটার তালিকা সংশোধন

SIR-এর বিরুদ্ধে পথে নামছেন মমতা-অভিষেক, পালটা সভা শুভেন্দুরও—রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে ভোটার তালিকা সংশোধন

Mamata Banerjee protest, Abhishek Banerjee rally, SIR controversy Kolkata,

৪ঠা নভেম্বর কলকাতার রাজপথে ফের রাজনৈতিক উত্তেজনার আবহ। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন দুপুর ২টায় রেড রোডের বিআর আম্বেদকর মূর্তির সামনে থেকে শুরু হবে তাঁদের প্রতিবাদ মিছিল, যার গন্তব্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতৃত্ব নির্বাচন কমিশনের বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করবে, তাদের অভিযোগ—SIR-এর মাধ্যমে রাজ্যের বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।

তৃণমূলের দাবি, এই প্রক্রিয়া আসলে এনআরসি-র মতো পরিস্থিতি তৈরি করতে পারে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের নামে সংখ্যালঘু ও পিছিয়ে পড়া শ্রেণির ভোটারদের নাম বাদ দেওয়ার আশঙ্কা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিক জনসভায় এই ইস্যুতে সরব হয়েছেন। তাঁদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের নামে রাজ্যে বিভাজনের রাজনীতি করা হচ্ছে।

অন্যদিকে, বিজেপি এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই দিনে উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় সভা করবেন। তাঁর বক্তব্য, তৃণমূলই BLO-দের (Booth Level Officer) উপর চাপ সৃষ্টি করছে, যাতে তারা নিরপেক্ষভাবে কাজ করতে না পারেন। বিজেপির তরফে বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী SIR প্রক্রিয়া ১২টি রাজ্যে একযোগে শুরু হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা আরও নির্ভুল ও হালনাগাদ করা হবে।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনও বিবৃতি দিয়ে জানিয়েছে, SIR প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার কোনও উদ্দেশ্য নেই। বরং যাঁদের নাম এখনও তালিকায় নেই, তাঁদের অন্তর্ভুক্ত করাই মূল লক্ষ্য। কমিশনের তরফে আরও বলা হয়েছে, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, যার সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়।

এই বিতর্কের মাঝে সাধারণ ভোটারদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই বুঝতে পারছেন না, তাঁদের নাম তালিকায় থাকবে কি না। ফলে রাজনৈতিক দলগুলোর প্রচার ও পালটা প্রচারের পাশাপাশি, ভোটার সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে।

তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি:

  • মিছিল শুরু: দুপুর ২টায়, বিআর আম্বেদকর মূর্তির সামনে, রেড রোড থেকে।
  • গন্তব্য: জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন।
  • নেতৃত্বে: মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • উদ্দেশ্য: ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ এবং নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি।

বিজেপির পালটা কর্মসূচি:

  • সভা স্থল: আগরপাড়া, উত্তর ২৪ পরগনা।
  • নেতৃত্বে: শুভেন্দু অধিকারী।
  • বার্তা: তৃণমূলের “ভয়ভীতি ও বিভ্রান্তি” ছড়ানোর বিরুদ্ধে জনমত গঠন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code