বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পেলেন ঝুলন, শীর্ষেন্দু সহ ৫ কৃতি
বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট পেলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। এ ছাড়া ওই সম্মান পেয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আবুল বাশার, অভিনেতা দেবশঙ্কর হালদার এবং গ্রামোন্নয়নের কাজে জন্য টিআর কেশবন। এ ছাড়া ডিএসসি সম্মান পেলেন চিকিৎসা বিজ্ঞানী অরুণ কুমারেন্দু সিংহ, তাত্ত্বিক পদার্থবিদ্যার শিক্ষক-গবেষক অশোক সেন ও ইসরোর বিজ্ঞানী ঋতু কারিধাল।
মঙ্গলবার দ্বিতীয়তম সমাবর্তন অনুষ্ঠানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় পাঁচ কৃতিকে ওই সম্মান জানায়। অনুষ্ঠানে রাজ্যপাল সি ভি আনন্দ বোস, রাজ্যে শিক্ষার গরিমা ফিরিয়ে আনতে ছাত্র, শিক্ষক, অভিভাবক থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ -সকলকে একজোট হয়ে কাজ করার বার্তা দেন।
বাঁকুড়ার রবীন্দ্রভবনে আয়োজিত ওই অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের রাজ্যপাল বলেন, আমাদের রাজ্যে ভাল পড়ুয়া, ভাল শিক্ষক রয়েছেন। তবে এ রাজ্যে শিক্ষার গরিমা ফিরিয়ে আনতে ছাত্রছাত্রী থেকে শিক্ষক, অভিভাবক থেকে সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাদের একজোট হয়ে কাজ করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊