নিউ জলপাইগুড়ি স্টেশনে গণপিটুনিতে যুবকের মৃত্যু- ৮ শ্রমিক আটক
শিলিগুড়ি, ১৯ জুলাই ২০২৪: নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে এক অজ্ঞাতপরিচয় যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও শিলিগুড়ি জিআরপি (গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ) মোট আটজন শ্রমিককে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে (১৮ জুলাই) নিউ জলপাইগুড়ি স্টেশনের ভেতরে চলমান উন্নয়ন কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা এক অজ্ঞাতপরিচয় যুবককে চোর সন্দেহে ব্যাপক মারধর করে। গুরুতর আহত অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
জিআরপি জানিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশনে বর্তমানে উন্নয়নমূলক কাজ চলছে এবং সেখানে প্রচুর যন্ত্রপাতি ও বিভিন্ন যানবাহন রাখা আছে। গভীর রাতে মৃত যুবককে ওই যন্ত্রপাতি রাখার স্থানে ঘোরাঘুরি করতে দেখে শ্রমিকদের সন্দেহ হয়। তারা তাকে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই মারধরের ফলেই যুবকের মৃত্যু হয়েছে। তবে, এখনো পর্যন্ত মৃত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তারা উন্নয়ন কাজে নিয়োজিত সন্দেহভাজন ছয়জন শ্রমিককে আটক করে থানায় নিয়ে আসে। পরে জিআরপি আরও দু'জন শ্রমিককে আটক করে। আটককৃতদের নাম মৃত্যুঞ্জয় মজুমদার, আইয়ুব আলী, গৌতম চক্রবর্তী, করন ঝা, মোঃ আফজাল, অভয় মন্ডল, সন্দীপ ঠাকুর এবং সঞ্জীব কুমার দাস।
গতকাল রাতে ঠিক কী ঘটেছিল এবং কেন ওই যুবককে মারধর করা হলো, সে বিষয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি বিস্তারিত তদন্ত শুরু করেছে। এদিকে, চোর সন্দেহে গণপিটুনিতে মৃত ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊