Latest News

6/recent/ticker-posts

Ad Code

মামা বাড়িতে এসে গহনা চুরি! প্রেমিকসহ ধৃত ভাগ্নি

মামা বাড়িতে এসে গহনা চুরি! প্রেমিকসহ ধৃত ভাগ্নি

News


মামার বাড়ি বেড়াতে এসে মামীর আলমারির লকার থেকে সোনার গয়না চুরি করার অভিযোগে গ্রেফতার হল ভাগ্নি ও তার এক সঙ্গী।

ধৃত দুইজনকে সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।ধৃত দুইজন হল সুদীপা দত্ত এবং সন্দীপ দত্ত। সুদীপা দত্তের বাড়ি বুদবুদে এবং সন্দীপের বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরে। গত ১২ তারিখে চুরির ঘটনার অভিযোগ কাঁকসা থানায় জানানো হলে। কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রথমে সুদীপাকে গ্রেফতার করে পুলিশ,তাকে জেরা করে পুলিশ জানতে পারে প্রায় ৫০ গ্রাম সোনার গহনা চুরি করে সে তার সঙ্গী সন্দীপ দত্তকে দিয়েছিল বিক্রি করার উদ্দেশ্যে। সুদীপার সঙ্গে সন্দীপের দীর্ঘদিন ধরে প্রণয়ের সম্পর্ক রয়েছে।জানা গেছে কাঁকসার সরকার পাড়ায় সুদিপার মামার বাড়ি রয়েছে

সেই মামার বাড়িতে মাঝে মধ্যেই সে বেড়াতে আসতো।

গত প্রায় দুমাস আগে সে কয়েকবার মামার বাড়ি বেড়াতে এসেছিল। সেই ফাঁকে সে এই চুরির ঘটনা ঘটায় বলে অনুমান তার মামীর। ধৃতের মামি তনুশ্রী সরকার কাঁকসা থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ তদন্তে নামে। ধৃত দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়ার পর চুরি হওয়া সোনার গয়না উদ্ধার করার চেষ্টা চালাবে কাঁকসা থানার পুলিশ।

إرسال تعليق

0 تعليقات

Ad Code