Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাঁচ বছরের সম্পর্ক! কে স্মৃতি মান্ধনার প্রেমিক? জন্মদিনে পড়লো সিলমোহর?

পাঁচ বছরের সম্পর্ক! কে স্মৃতি মান্ধনার প্রেমিক? জন্মদিনে পড়লো সিলমোহর? 

Smriti Mandhana



প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্দনা। দীর্ঘ পাঁচ বছর ধরে সম্পর্ক। আর এই প্রথমবার ছবি শেয়ার করলেন তিনি।
Smriti Mandhana


বলিউডের সঙ্গীত পরিচালক পলাশ মুচ্চলের সঙ্গে ভারতীয় ক্রিকেটার স্মৃতির ছবি ভাইরাল নেট দুনিয়ায়। স্মৃতির নাকি প্রেমিক পলাশ।
Smriti Mandhana


শুক্রবার ছিল মন্ধনার ২৯তম জন্মদিন। সমাজমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানান পলাশ। তিনি লিখেছেন, ‘‘এক দম প্রথম থেকে তুমিই আমার শান্তি এবং উচ্ছ্বাস। আমার সবচেয়ে বড় চিয়ার লিডার।'

Smriti Mandhana


পলাশ আরও লেখেন, "তুমিই আমায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত কর। মাঠের মধ্যে এবং বাইরে চাপের মধ্যেও কিভাবে এগিয়ে যেতে হয়, সেটা তুমি আমাকে দেখিয়েছ। শান্ত থেকে কতটা শক্তিশালী হওয়া যায় দেখেছি। শুভ জন্মদিন স্মৃতি।’’
Smriti Mandhana


গত ২২ মে স্মৃতি প্রথম সমাজমাধ্যমে পলাশের জন্মদিনে পলাশের সঙ্গে ছবি দিয়েছিলেন। সেইদিন থেকে আলোচনা শুরু হয়। তবে এদিন সেই জল্পনায় সিলমোহর।
Smriti Mandhana


টি-টোয়েন্টি সিরিজ়ের পর ইংল্যান্ডের মহিলা দলের সঙ্গে এক দিনের সিরিজ় খেলতে ইংল্যান্ডে রয়েছেন স্মৃতি। বিশ্বের অন্যতম সেরা ওপেনার হিসাবে বিবেচনা করা হয় মন্ধনাকে।
Smriti Mandhana


ভারতীয় মহিলা ক্রিকেটের সহ অধিনায়ক স্মৃতি মান্দনা। মিতালি রাজের পর ভারতের দ্বিতীয় মহিলা ব্যাটার হিসাবে এক দিনের ক্রিকেটে ৪৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।



إرسال تعليق

0 تعليقات

Ad Code