ED Summons Google and Meta in Online Betting App Scam Case
অনলাইন বেটিং অ্যাপে দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED-Enforcement Directorate) গুগল (Google) ও মেটাকে (Meta) সমন জারি করেছে। আগামী ২১ জুলাই এই দুই টেক সংস্থার (Tech Companies) আধিকারিকদের জিজ্ঞাসাবাদের জন্য ইডি ডেকেছে। ইতিমধ্যেই ওই দুই সংস্থার অফিসে নোটিস (Notice) পৌঁছে গিয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Central Investigation Agency) বেআইনি অনলাইন বেটিং অ্যাপগুলির (Illegal Online Betting Apps) বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং এই মামলার জাল অনেক দূর পর্যন্তই ছড়িয়ে রয়েছে। তবে ইডির তরফে সেই জাল অনেকটাই গুটিয়ে আনা হয়েছে বলে খবর। আর সেই কারণেই তদন্তের স্বার্থে গুগল ও মেটাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অনলাইন বেটিং অ্যাপের দুর্নীতি কাণ্ডে (Corruption Case) ইতিমধ্যেই ২৯ জন হাইপ্রোফাইল ব্যক্তির (High-Profile Individuals) বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ইডি। সেই তালিকায় যেমন অভিনেতা-অভিনেত্রী (Actors and Actresses) রয়েছেন, তেমনই ইনফ্লুয়েন্সাররাও (Influencers) রয়েছেন। গুগল ও মেটার বিরুদ্ধে ইডির গুরুতর অভিযোগ রয়েছে যে, এই দুই টেক সংস্থা বেআইনি অনলাইন বেটিং অ্যাপগুলির প্রচার (Promotion) করেছে। এমনকি আর্থিক তছরুপ (Financial Misappropriation) ও হাওয়ালা (Hawala) সংক্রান্ত বিষয়টিও সামনে এসেছে। ইডি সেইসব দিকও খতিয়ে দেখছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, টাকার বিনিময়ে গুগল ও মেটা ওই অনলাইন বেটিং অ্যাপ কোম্পানিগুলির জন্য বিশেষ বিজ্ঞাপনের (Special Advertisements) ব্যবস্থা করত, যাতে করে সাধারণ মানুষ আরও বেশি আকৃষ্ট হয়। অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় কয়েক সপ্তাহ আগেই বড় তথ্য পায় ইডি। তারপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নড়েচড়ে বসেছে।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊