Dilip Ghosh : ফের ফর্মে দিলীপ ঘোষ ! দিল্লী থেকে ফিরেই ২১ জুলাই শহিদ দিবস পালনের ডাক
কলকাতা: সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনায় যখন বঙ্গ রাজনীতি সরগরম, ঠিক তখনই দিল্লি থেকে ফিরেই নতুন উদ্যমে মাঠে নামার বার্তা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২১শে জুলাই তৃণমূলের শহিদ দিবসকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ঘোষণা করেছেন, ওই দিনই খড়্গপুরে বিজেপির শহিদ স্মরণ দিবস পালন করা হবে।
গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে, বঙ্গ বিজেপিতে কোণঠাসা হয়ে পড়া দিলীপ ঘোষ ২১শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে যোগ দিতে পারেন। কিন্তু শনিবার দিল্লি থেকে ফিরেই তিনি এই সমস্ত জল্পনায় দাঁড়ি টানলেন। ১৯শে জুলাই তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি ২১শে জুলাইয়ের শহিদ মঞ্চে যোগ দেবেন ঠিকই, তবে তা তৃণমূলের নয়, খড়্গপুরে বিজেপির শহিদ সভায়।
এর আগে শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি তখন বলেছিলেন, "দল না ডাকলেও বিজেপির সাধারণ কর্মী হিসাবে তিনি প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন।" কিন্তু পরে তিনি সিদ্ধান্ত বদলান এবং জানান, "আমাকে কর্মীরা ডেকেছিল তাই যাব বলেছিলাম। কিন্তু পার্টি হয়তো চায়নি আমি যাই সেই জন্য যাচ্ছি না।" এরপরই তিনি বিশেষ কাজে দিল্লি যাওয়ার কথা জানান।
শনিবার দিল্লি থেকে ফিরে দিলীপ ঘোষ বলেন, "আমার মনে হল, আমি গেলে আমায় কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না। সে জন্য যাব না। সেই সময় মাননীয় সভাপতি (নড্ডা) ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম।" পাশাপাশি দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তার আলোচনার বিষয়েও তিনি জানান, "রাজ্যের সাংগঠনিক বিষয় নিয়ে কথা হয়েছে। সামনে বিধানসভা ভোট। তার সংগঠন, প্রস্তুতি সবকিছু নিয়েই আমাদের কথা হয়েছে। উনি জানিয়েছেন, রাজ্যে ফিরে গিয়ে জোরদার লড়াই করুন।"
নাড্ডা সাক্ষাৎ সেরে বাংলায় ফিরেই দিলীপ ঘোষ তার কর্মসূচিরও ঘোষণা দেন। তিনি বলেন, "বাংলায় প্রায় আড়াইশো কর্মী তৃণমূলের হিংসার বলি। ২১ জুলাই খড়্গপুরে শহিদ স্মরণ দিবস পালন করে তাঁদের শ্রদ্ধা জানাব।" একই সাথে তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও ২১শে জুলাই খড়্গপুরের গিরি ময়দানে দুপুর ৩টেয় শহিদ স্মরণ দিবস পালনের ডাক দিয়েছেন। এর মাধ্যমে দিলীপ ঘোষ তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন এবং বঙ্গ বিজেপিতে তার সক্রিয় ভূমিকা আবারও তুলে ধরলেন।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊