২১ শে জুলাই তৃণমূলের মহাসমাবেশ নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের
২১ শে জুলাই, তৃণমূলের মহাসমাবেশের দিন, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত, কলকাতায় যেন কোনও যানজট না হয়, কলকাতা হাইকোর্ট থেকে ৫ কিলোমিটারের মধ্যে যেন সাধারণ মানুষের অফিস যেতে কোনও অসুবিধা না হয়, কলকাতা পুলিশকে তা নিশ্চিত করতে হবে। এমনই কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, ২১ জুলাই অর্থাৎ সোমবার সকাল ৮টা পর্যন্ত মিছিল করা যাবে। তারপর আর কোনও মিছিল কলকাতায় ঢুকতে পারবে না। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলকাতার কোথাও যেন যানজট না হয়, তা পুলিশকেই নিশ্চিত করতে হবে। আবার সকাল ১১টার পর, মিছিল যেমন এগোয়, তেমনই এগোবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, ২১ জুলাই সকাল ৯টার মধ্যে সকল মিছিলকে স্থির হতে হবে এবং সকাল ১১টার পরেই আবার মিছিল করা যাবে। পুলিশ কমিশনরকে শহরের মধ্যাঞ্চল এবং আশপাশের ৫ কিলোমিটার এলাকায় যানজট রোধে নিশ্চিত করতে হবে। অল ইন্ডিয়া লয়্যার্স ইউনিয়ন এই বিষয়ে মামলা করেছে, যা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে দাবি করা হয়েছে।
রাজ্যে ২১ জুলাই ছুটি ঘোষণা করা হয়েছে, এবং এই দিন ফেরি পরিষেবা বন্ধ থাকবে। স্কুল কর্তৃপক্ষ ছাত্রদের স্কুলে না আসার নির্দেশ দিয়েছে, এবং সিধো কানহু বিশ্ববিদ্যালয় পরীক্ষা পিছিয়ে দিয়েছে। এমনটাই জানা গিয়েছে।
আইনজীবীরা আদালতে আসার পথে কোনো সমস্যা হবে না, পুলিশের যান নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে আশ্বাস দিয়েছে।
আদালত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পদক্ষেপের বিষয়ে প্রশ্ন তোলে, এবং আগামী শুনানির জন্য সকল পক্ষকে হলফনামা দিতে বলা হয়।
আদালতের বিচারপতি কলকাতা পুলিশের ওপর বিশ্বাস প্রকাশ করে জানান যে, যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে চুড়ান্ত দায়িত্ব তাদের।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊