Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোটার আইডি কার্ড নিয়ে বড় ঘোষনা করলো নির্বাচন কমিশন

ভোটার আইডি কার্ড নিয়ে বড় ঘোষনা করলো নির্বাচন কমিশন

Election


ভোটার আইডি কার্ড নিয়ে বড় ঘোষনা করলো নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধার স্বার্থে একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) চালু করেছে কমশিন। ভোটার তালিকার যেকোনো আপডেটের পর ১৫ দিনের মধ্যে কার্ড হাতে পেয়ে যাবেন ভোটাররা। নতুন তালিকাভুক্ত ভোটার ও বিবরণ আপডেটকারী বর্তমান ভোটার উভয়ের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।

নতুন SOP হল ECI-এর বৃহত্তর ডিজিটাল রূপান্তর কৌশলের অংশ, যার লক্ষ্য ডেটা সুরক্ষার পাশাপাশি নির্বাচনী পরিষেবা সরবরাহ বৃদ্ধি করা। জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সাঁধু ও ডঃ বিবেক যোশীকে পাশে নিয়ে ECI নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত ভোটার পরিষেবাগুলিকে আধুনিকীকরণ করতে চাইছে। তাই এই নিত্য নতুন ব্যবস্থা নিচ্ছে কমিশন।

এমনকি, রিয়েল-টাইম ট্র্যাকিং কারা যাবে এপিক গুলি। ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার (ERO) কার্ড তৈরি করার মুহূর্ত থেকে শুরু করে ডাক বিভাগের (DoP) মাধ্যমে বিতরণ পর্যন্ত ট্র্যাক করা যাবে। এমনকি ভোটারের নথিভুক্ত নম্বরেও আসবে মেসেজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code