RAW-এর নতুন প্রধান হচ্ছেন পরাগ জৈন
ভারতীয় গুপ্তচর সংস্থা 'র' এর নতুন প্রধান হচ্ছেন পরাগ জৈন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি শনিবার ১৯৮৯-র ব্যাচের এই আইপিএস অফিসারকে পরবর্তী ‘র’ প্রধান হিসাবে মনোনীত করেছে। এই পদে আছেন রবি সিংহ। তাঁর পদেই স্থলাভিসিক্ত হচ্ছেন পরাগ জৈন।
বর্তমানে ‘র’-এর ড্রোন ও আকাশ-নজরদারি শাখা ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর দায়িত্বপ্রাপ্ত পরাগ পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অতীতে একাধিক সাফল্যই তাঁকে ‘র’ প্রধানের পদে পৌঁছে দিল।
খলিস্তানপন্থী সন্ত্রাসের মোকাবিলা থেকে পাকিস্তান থেকে মাদকের চোরাচালান রুখতে একাধিক সাফল্য রয়েছে তাঁর। ২০১৯ সালে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার অপারেশন বালাকোটের সময় কাশ্মীর উপত্যকাতেই ছিলেন তিনি। জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস দমন অভিযানেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
জানা যাচ্ছে ৩০শে জুন দায়িত্বভার বুঝে নেবেন তিনি।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊