Latest News

6/recent/ticker-posts

Ad Code

মডেল বুথ, সেল্ফি জোন থেকে প্রাচীন ঐতিহ্য, কালীগঞ্জ উপনির্বাচনের ৩ বুথে

মডেল বুথ, সেল্ফি জোন থেকে প্রাচীন ঐতিহ্য, কালীগঞ্জ উপনির্বাচনের ৩ বুথে

Model booth


কালিগঞ্জ বিধানসভার অন্তর্গত চট্টগ্রাম কলোনী প্রাথমিক বিদ্যালয়ের ১৬৪ ১৬৫ এবং৬৬ নম্বর বুথকে মডেল বুথ করা হয়েছে। ছিল বয়স্ক মানুষদের জন্য ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থা। সেলফি জোন। নদীয়া জেলার প্রাচীন ঐতিহ্য সাজিয়ে তোলা হয়েছে এই বুথের মাধ্যমে। থাকে পানীয় জলের ব্যবস্থা। বিভিন্ন প্রতিবন্ধীরা ভোট দিতে গেলে তাদের জন্য বাড়তি সুবিধা থাকছে এই বুথে। পাশাপাশি ডিজিটাল যুগকে তাল মিলিয়ে থাকছে সেলফি জোন। যারা সাধারণ ভোটার রয়েছে তারা ওই বুথে গিয়ে সেলফি তুলছে।

আজ ছিল উপনির্বাচন। নদীয়ার কালিগঞ্জ উপনির্বাচন। সকাল থেকেই ছাতা মাথায় বুথ মুখী হয়েছিল ভোটাররা। বিধায়ক নির্বাচনে গণতন্ত্রের অধিকার ফলাতে গিয়ে কে না চায় তা ক্যামেরা বন্দি করতে। আর তারজন্য সুব্যবস্থা ছিল কালিগঞ্জ বিধানসভার অন্তর্গত চট্টগ্রাম কলোনী প্রাথমিক বিদ্যালয়ের ১৬৪ ১৬৫ এবং৬৬ নম্বর বুথে। আর দেখাও গেল অনেকেই সেল্ফি তুলছেন ভোট দানের পর।

এই কেন্দ্রের উপনির্বাচনে শাসক দলের প্রার্থী আলিফা আহমেদ। অন্যদিকে রাজ্যের মূল বিরোধী দলের প্রার্থী আসিস ঘোষ। সকাল সকাল তাঁরাও নিজেদের বুথে ভোট দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code