Integrated English Medium Model Primary School

Integrated English Medium Model Primary School

দিনহাটাঃ

ওকড়াবাড়ী তে ইন্টিগ্রেটেড ইংরেজী মাধ্যমের মডেল প্রাথমিক বিদ্যালয়ের (Integrated English Medium Model Primary School) কাজের শুভ সূচনা হল। বুধবার বিকেলে আনুমানিক তিনটে নাগাদ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের কাজের শুভ সূচনা করেন সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।


বিধায়ক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গঙ্গা ছেত্রী, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, ওকরাবাড়ি আলা বকস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব, দিনহাটা এক পঞ্চায়েত সমিতির সভাপতি তপতী রায় বর্মন থেকে শুরু করে এলাকার বিশিষ্ঠ জনেরা।


সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন ওকড়াবাড়িতে সম্পূর্ণ সরকারী অর্থে প্রায় পৌনে তিন কোটি টাকা ব্যয়ে ইন্টিগ্রেটেড ইংরেজী মাধ্যমের মডেল প্রাথমিক বিদ্যালয় নির্মাণ হবে। সেই বিদ্যালয় নির্মাণ কাজের আজ শুভ সূচনা হল। আমরা এক বছর সময় দিয়েছি যে এজেন্সি রয়েছে বিদ্যালয় নির্মাণ কাজের। আমরা আশা রাখছি ২০২৫ সালের মধ্যে বিদ্যালয় নির্মাণ কাজ শেষ করে ছাত্র ভর্তি করে পঠন-পাঠন চালু করার।


জানা গিয়েছে ওকড়াবাড়ী গ্রাম পঞ্চায়েতের বড় ফলিমারি গ্রামের বেলতলায় ওকড়াবাড়ি আলা বকস উচ্চ বিদ্যালয়ের নিজস্ব জমিতে এই বিদ্যালয়টি নির্মিত হবে।