Latest News

6/recent/ticker-posts

Ad Code

রেশন না মেলায় ডিলারের বাড়িতে বিক্ষোভ গ্রাহকদের, তারা ঝুলিয়ে পলাতক ডিলার

রেশন না মেলায় ডিলারের বাড়িতে বিক্ষোভ গ্রাহকদের, তারা ঝুলিয়ে পলাতক ডিলার

Ration


নদিয়া: 


রেশন না পাওয়ায বিক্ষোভ রেশন ডিলারে বাড়ির সামনে রেশন গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়া থানার তালুহুদা হাটতলা এলাকায়। 


তাদের দাবি, গত ছয় মাস ধরে রেশন সামগ্রী পাচ্ছেনা গ্রাহকরা। এলাকার রেশন ডিলার কুশল কর্মকারের কাছে গ্রাহকরা জানতে গেলে রেশন ডিলার জানায় এখনও পর্যন্ত কোনও রেশন সামগ্রী আসেনি। আর সেই কারণে রেশন সামগ্রী দেওয়া হবে না। রাজ্য সরকারের ঘোষণা মত দুয়ারে সরকার রেশন মানুষের বাড়ি পৌঁছে দেওয়ার কথা। কিন্তু রেশন দুয়ারে পৌঁছে না দিয়ে চার থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে রেশন নিতে এসে হয়রানির শিকার গ্রাহকরা। শুধু তাই নয় রেশন ডিলারের কাছে যে পরিমাণ সামগ্রি বরাদ্দ থাকে সেই পরিমাণ রেশন নাকি পায় না গ্রাহকরা এমনটাই অভিযোগ। 



আটা চাল গম চাপড়ার খোলা বাজারে বিক্রি করে দেওয়ার ও অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। রেশন নিতে এসে না পাওয়ার কারণে ক্ষোভে ফুসছে গ্রাহকরা। এরই প্রতিবাদ জানিয়ে রেশন ডিলারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাপড়া থানার পুলিশ। তার আগেই বাড়িতে তালা ঝুলিয়ে পালাতক রেশন ডিলার কুশল কর্মকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code