Primary TET: TET এর অ্যাডমিট নিয়ে বিভ্রান্তি! কি জানালো পর্ষদ !

Primary TET: TET এর অ্যাডমিট নিয়ে বিভ্রান্তি! শীঘ্রই মিলবে অ্যাডমিট কার্ড

TET


প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী ১১ই ডিসেম্বর ২০২২ তারিখে প্রাথমিক টেট পরীক্ষা। গতকাল থেকেই টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড (TET admit card) করা শুরু হয়েছে জানাচ্ছে অনেকেই। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট www.wbbpe.org -তে এখোনো কোনোরুপ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তবে মে আ্যডমিট কার্ড বেড়িয়েছে আদৌ কি সেই অ্যাডমিট কার্ড ভ্যালিড?




পর্ষদ সূত্রে জানা গিয়েছে, যতক্ষন পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ডের বিজ্ঞপ্তি দেওয়া হয়নি ততক্ষন পর্যন্ত যেসকল অ্যাডমিট কার্ড (TET admit card) ডাউনলোড করা হয়েছে সেগুলো ভ্যালিড নয়। বিজ্ঞপ্তি দেওয়ার পর যে লিঙ্ক আপডেট হবে সেই লিঙ্ক থেকেই ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড (TET admit card)।




প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো অ্যাডমিট কার্ড (TET admit card) ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তবে পর্ষদ সূত্রে খবর আজকালের মধ্যেই অ্যাডমিট সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হবে আর তারপরেই করা যাবে আবেদন।

Post a Comment

thanks