Cyclone Sitrang : ঘূর্ণিঝড় সিতরং - কে রাখলো নাম, কী তার অর্থ ! জানুন বিস্তারিত

ঘূর্ণিঝড় সিতরং - কে রাখলো নাম, কী তার অর্থ ! জানুন বিস্তারিত

cyclone sitrang



বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘সিতরং’ (Cyclone Sitrang)। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন পোর্ট ব্লেয়ারের প্রায় 580 কিলোমিটার উত্তর-পশ্চিমে, সাগর দ্বীপের 700 কিলোমিটার দক্ষিণে এবং বরিশাল (বাংলাদেশ) থেকে 830 কিলোমিটার দক্ষিণে কেন্দ্রীভূত।



এবারের ঘূর্ণিঝড়টির নাম ‘সিত্রাং’ (Cyclone Sitrang), নামটি দিয়েছে থাইল্যান্ড । তবে শব্দটি শ্রীলঙ্কাভিত্তিক। এর অর্থ ‘পাতা’ বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


প্রসঙ্গত, বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) অধীন জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগরতীরের ১৩ দেশের (বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও ইয়েমেন) আবহাওয়াবিদদের সংস্থা এস্কেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে।

Post a Comment

thanks