TET: প্রাথমিক টেট নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

TET: প্রাথমিক টেট নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি 



TET 2014, WBBPE



প্রাথমিক টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।


একদিকে যখন রাজ‍্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় তখন টেট প্রার্থীদের জন‍্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে যখন কেন্দ্রীয় দুটি তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি একযোগে তদন্ত চালাচ্ছে, তখন প্রাথমিকের  TET-২০১৭ র ফলাফল সম্পর্কিত বিষয়ে আরো একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। 



গত রবিবার টেট পরীক্ষার ফলাফল জানতে একটি লিঙ্ক সক্রিয় হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে। রবিবার সক্রিয় হলেও ঠিক পরের দিন সোমবার উধাও হয়ে যায় লিঙ্ক। আর সেই লিঙ্ক নিয়েই এবার গুরুত্বপুর্ণ বিজ্ঞপ্তি দিল পর্ষদ।  আরও পড়ুনঃ Breaking: এবার কোচবিহারের কল্যানী পোদ্দার, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ



এদিন পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো পর্ষদের তরফে কোনো রুপ লিঙ্ক সক্রিয় করা হয়নি যার মাধ‍্যমে ফল দেখা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ২০১৭ সালের TET পরীক্ষার ফল ১০/০১/২০২২ তারিখে প্রকাশিত হয়েছিল। এটি অফিসিয়াল ওয়েবসাইটে জানানোও হয়েছিল। এরপর এই সম্পর্কিত কোন নোটিশ সাম্প্রতিককালে দেওয়া হয়নি।


বিজ্ঞপ্তি: 

Notice


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ