DA মামলায় নয়া মোড়! আদালতে রিভিউ পিটিশন দাখিল রাজ‍্যের

WB DA News: ডিএ মামলায় নয়া মোড়! আদালতে রিভিউ পিটিশন দাখিল রাজ‍্যের


people in office
source: internet



তিন মাসের মধ‍্যে রাজ‍্য সরকারী কর্মীদের ডিএ (wb da news) মেটানোর আদালতের নির্দেশকে পুর্নবিবেচনার করার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল রাজ‍্য। বৃহস্পতিবার এই রায়ের রিভিউ পিটিশন দিয়েছে আদালত। সূত্রের খবর, অনলাইনে পিটিশন দাখিল করেছে রাজ্য। 



কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ গত মে মাসে তিন মাসের মধ‍্যে রাজ‍্য সরকারী কর্মীদর ডিএ (dearness allowance) মেটানোর নির্দেশ দেয়। যদিও সরকারের তরফে সেরকম কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। ইতিমধ‍্যে অনলাইনে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ‍্য। আরও পড়ুনঃ সম্পত্তি বৃদ্ধি মামলায় আদালতে রাজ্যের ৩ হ্যাভিওয়েট মন্ত্রী




রাজ‍্যের রিভিউ পিটিশন গ্রহন হলেই মামলাকারীদের জানানো হবে বলে খবর। প্রসঙ্গত, রাজ‍্য সরকারি কর্মীদর ডিএ (dearness allowance) দীর্ঘদিন যাবৎ আটকে থাকায় স‍্যাটে মামলা হয়। স‍্যাট মামলার প্রেক্ষিতে কর্মীদের ডিএ মেটানোর জন‍্য নির্দেশ দেয়। মামলা যায় হাইকোর্টে। হাইকোর্ট স‍্যাটের রায়কেই বহাল রাখে। আরও পড়ুনঃ  DA News : কোনপথে রাজ্যের সরকারী কর্মচারীদের ডিএ- মহার্ঘ্যভাতা, জানুন বিস্তারিত 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ