Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Primary : বিয়ে করেই ছাড়বো, আদালতের রায়ে চাকরী থেকে বরখাস্ত প্রাথমিক শিক্ষিকার ধর্নার দ্বিতীয় দিন

আদালতের রায়ে চাকরী থেকে বরখাস্ত প্রাথমিক শিক্ষিকার ধর্নার দ্বিতীয় দিন 

lady with dupatta



গতকাল ধর্নায় বসেছিলেন অবৈধ উপায়ে পাওয়া চাকরী থেকে সদ্য বরখাস্ত হওয়া এক প্রাথমিক বিদ্যালয়ের (WB Primary Teachers) শিক্ষিকা। আজ  ধর্নার দ্বিতীয় দিনেও সাফ জানিয়ে দিলেন ' বিয়ে করেই ছাড়বো' ।


শিক্ষিকার দাবী বহুদিন থেকে নিশিগঞ্জ এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অতিথি শিক্ষক হিসেবে কর্মরত সেই যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক চলছিল সদ্য বরখাস্ত হওয়া ওই শিক্ষিকার (WB Primary Teachers)। তবে গত ১৩ জুন  হঠাৎ করে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী চাকরী থেকে বরখাস্ত হয় ধর্নায় বসা ওই শিক্ষিকা। তার চাকরী থেকে বরখাস্ত হওয়ার পর থেকে ওই অতিথি শিক্ষক তার প্রেমিকা শিক্ষিকার (WB Primary Teachers) সঙ্গে যোগাযোগ না রেখে গা ঢাকা দেন বলে অভিযোগ। 


প্রেমিক হারিয়ে যাওয়ার ভয়ে  অতিথি শিক্ষক যুবকের বাড়িতে মঙ্গলবার ধর্নায় বসে ওই শিক্ষিকা যুবতী (WB Primary Teachers)। গতকাল মঙ্গলবার পেরিয়ে আজ বুধবার দ্বিতীয় দিনে পড়লো ধর্না। যদিও ইতিমধ্যে অতিথি শিক্ষক যুবক জানান ঘটকের মাধ্যমে বিয়ের প্রস্তাব এসেছিল, এছাড়া কোন প্রেম সম্পর্ক নেই। তাকে ফাঁসানো হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code