ambubachi mela 2022 - অম্বুবাচী ২০২২ , জেনে নিন এই সময় কি করতে হয় আর কি করতে নেই

Ambubachi 2022, অম্বুবাচী ২০২২ তারিখ-সময়


hindu tample
আসামের মা কামাখ্যা মন্দির 



অম্বুবাচী (ambubachi 2022) হিন্দুধর্মের একটি গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব। লোকবিশ্বাস মতে আষাড় মাসে মৃগ শিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয়। এই সময়টিতে অম্বুবাচী (ambubachi 2022) পালন করা হয়।


ঋতুমতি নারী যেমন সন্তান প্রসব করতে পারে, তেমনি ধরিত্রী মা ঋতুমতি হয় জন্যই শস্য-শ্যামলা হয়ে ওঠে। হিন্দু শাস্ত্রে ধরিত্রীকে মা বলে উল্লেখ করা হয়েছে। আষাঢ়ের এই সময় থাকে ঘোর বর্ষা । বর্ষার জলধারা পৃথিবীর উপর বর্ষিত হয়। ধরিত্রী মা উর্বর হয়ে ওঠে। আর এই কৃষি কেন্দ্রিক ভারতীয় সভ্যতা তাই এই বিশেষ সময়টিকে গুরুত্ব সহকারে উদযাপন (ambubachi 2022) করে থাকেন।

pujari
আসামের মা কামাখ্যা মন্দির পূজা


অম্বুবাচী (ambubachi 2022) মানেই যেনো আসামের কামাখ্যা মায়ের মন্দীর।  হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তীর্থক্ষেত্র এবং এটি ৫১টি সতীপীঠের অন্যতম। এই স্থানে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল বলে কথিত। 


অম্বুবাচীর তিন দিন কামরুপ কামাখ্যায় বিশেষ উৎসব (ambubachi mela 2022) পালিত হয়। তিন দিন দেবীর মন্দির বন্ধ থাকলেও চতুর্থ দিনে সর্বসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হয়। কামাখ্যা দেবীর মন্দিরে প্রতি বৎসর বিরাট অম্বুবাচী মেলারও (ambubachi mela 2022) আয়োজন করা হয়।

kamakhya tample
আসামের মা কামাখ্যা মন্দির 




প্রতিটি ব্রত বা পূজার ক্ষেত্রেই যেমন কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। ঠিক সেরকমই অম্বুবাচীরও (ambubachi) কিছু নিয়ম আছে। হিন্দুশাস্ত্র মতে এমন কিছু কাজ রয়েছে, যেগুলি অম্বুবাচীতে (ambubachi) করা উচিত এবং কিছু কাজ রয়েছে যেগুলি অম্বুবাচীতে (ambubachi) একদমই করা উচিত নয়। দেখে নিন সেগুলি কী -

হিন্দুশাস্ত্র মতে যে কাজগুলি অম্বুবাচীতে (ambubachi) করা উচিত

ক) কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর এককথায় দেবী মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় অম্বুবাচীর সময় (ambubachi)

খ) অম্বুবাচীর পর দেবীর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দিতে হয়। তারপর দেবীমূর্তি ভাল করে স্নান করিয়ে দেবীর পুজো করা হয়।


গ) অম্বুবাচীতে (ambubachi) গুরুপুজো করা কর্তব্য বলে মনে করা হয়।


ঘ)   অম্বুবাচীর সময় (ambubachi) তুলসি গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখা হয়। 

kamakhya tample
আসামের মা কামাখ্যা মন্দির 



যে কাজগুলি অম্বুবাচীতে (ambubachi) করা উচিত নয়

ক) এই সময় বৃক্ষরোপণ ও কৃষিকাজ করতে নেই। এছাড়াও, কোনও শুভ বা মাঙ্গলিক কাজ না করাই ভালো।

খ) পূজার সময় কোনও মন্ত্রপাঠ করা উচিত নয়। কেবলমাত্র ধূপ-প্রদীপ জ্বালিয়ে প্রণাম করলেই হবে।

গ) হিন্দুশাস্ত্র অনুসারে, গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করতে নেই।



(উপরিউক্ত বিষয় সংবাদ একলব্যের নিজস্ব নয়, বিভিন্ন জনশ্রুতি ও সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত । )

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ