Petrol Diesel Price: পেট্রোল, ডিজেল থেকে রান্নার গ্যাসের দাম কমালো কেন্দ্র

Petrol, diesel price slashed; subsidy on LPG cylinder announced


Petrol, diesel price slashed; subsidy on LPG cylinder announced


অবশেষে জ্বালানির দাম কমালো কেন্দ্র। সাধারণ জনগনকে স্বস্তি দিয়ে পেট্রল-ডিজেলের শুল্কে বিরাট ছাড় ঘোষণা করল মোদি (Narendra Modi) সরকার। একধাক্কায় পেট্রলে শুল্ক কমিয়ে দেওয়া হল ৮টাকা। আর ডিজেলে শুল্ক কমানো হল ৬ টাকা। যার ফলে পেট্রলে লিটারপ্রতি দাম কমবে ৯ টাকা ৫০ পয়সা আর ডিজেলের দাম কমবে লিটারপ্রতি ৭ টাকা করে। রবিবার থেকেই এই নয়া দাম কার্যকর হবে (Petrol Diesel Price) ।

শুধু পেট্রোল বা ডিজেল নয়, রান্নার গ্যাসের দামেও বড়সড় স্বস্তি দিয়েছে মোদি সরকার।অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) এদিন জানিয়ে দিয়েছেন উজ্বলা যোজনার আওতায় থাকা রান্নার গ্যাসে ভর্তুকির পরিমাণ বাড়ানো হচ্ছে (Petrol Diesel Price)।

এবার থেকে সিলিন্ডারপ্রতি ভর্তুকি মিলবে ২০০ টাকা করে। বছরে ১২টি সিলিন্ডার পর্যন্ত এই ভরতুকি পাওয়া যাবে। উজ্বলা যোজনার আওতায় থাকা ৯ কোটি গ্রাহক এই সুবিধা পাবেন।

Post a Comment

thanks