Russia Ukraine Conflict: 'যুদ্ধ নয়, শান্তি চাই', রাশিয়ায় গণ ইস্তফা সংবাদমাধ্যম কর্মীদের
বিশ্ব এখন তাকিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে। কত মানুষের আর্তনাদ, বোম, গুলির আওয়াজে যখন শিউড়ে উঠছে বিশ্ব তখন এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় পদক্ষেপ রাশিয়ার সংবাদ মাধ্যম কর্মীদের।
গ্রেফতারি থেকে জেল-হেফাজতের খাঁড়া ঝুলছে মাথার উপর তার তোয়াক্কা না করে যুদ্ধের বিরোধীতায় সম্প্রচার চলাকালীনই গণ ইস্তফা দিলেন রাশিয়ার একটি খবরের চ্যানেলের সংবাদকর্মীরা (Russia Ukraine War)।
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের ছবি তুলে ধরায় তাদের উপর কোপ বসানোর সিদ্ধান্ত নেয় রুশ সরকার। এর মাঝেই ইস্তফা। যুদ্ধ থামলে তবেই ফিরবেন কাজে।
যুদ্ধে ইউক্রেনে যে বিপুল ক্ষয়ক্ষতি, প্রাণহানি হয়েছে, তা তুলে ধরায় মুক্তমনা খবরের চ্যানেল টিভি রেইন-কে (Russia TV Rain) সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় মস্কো। সেই মতো শেষ বার সম্প্রচার চলাকালীন সব কর্মীরা একজোটে ক্যামেরার সামনে হাজির হন। জানান, যুদ্ধের বিরোধিতায় গণ ইস্তফা দিচ্ছেন তাঁরা। যুদ্ধ যদি থামে, ফের দর্শকের সামনে উপস্থিত হবেন।
চ্যানেলের প্রতিষ্ঠাতা ন্যাটালিয়া সিন্দেয়েভা সম্প্রচার চলাকালীন বলেন, "যুদ্ধে সায় নেই আমাদের।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊