Madhyamik 2022: কোচবিহার জেলা সহ আর কোথায় কোথায় বন্ধ থাকবে?
উত্তরবঙ্গের কোচবিহার, মালদা, উত্তরদিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং এর বেশ কিছু ব্লককে মাধ্যমিক পরীক্ষায় স্পর্শকাতর এলাকার আওতায় নিয়ে আসা হয়েছে বলে সরকারি ভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
মালদা জেলার কালিয়াচক ব্লকের ১ ও ২, রতুয়ার ১ও ২, এছাড়াও গাজোল ব্লককে এর আওতায় নিয়ে আসা হয়েছে।
কোচবিহার জেলা শিতলকুচি ব্লক, মেখলিগঞ্জ ব্লক, তুফানগঞ্জ সদর ও তুফানগঞ্জ ব্লকের ২ এছাড়াও দিনহাটা ব্লকের ২ নম্বর এলাকা রয়েছে এই তালিকায়।
জলপাইগুড়ি জেলার নাগরাকাটা, ময়নাগুড়ি, বানারহাট এই তিনটি ব্লক রয়েছে এই তালিকার আওতায়।
উত্তরদিনাজপুর জেলার ইসলামপুর ব্লক, চোপড়া, ও গোয়ালপখর ১ ও ২ এই তালিকার আওতায় রেখেছে সরকার।
দার্জিলিং জেলার একমাত্র আওতায় রাখা হয়েছে বাগডোগরা এলাকাকে।
দক্ষিনবঙ্গের দুটি জেলা বীরভূম ও মুর্শিদাবাদের বেশ কিছু ব্লককে এর আওতায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে সর্বাধিক ব্লকের জায়গা চিহ্নিত করা হয়েছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে এই সব জায়গায় পরীক্ষা চলাকালিন দিনগুলিতে সকাল ১১ টা থেকে বিকেল ৩.১৫ পর্যন্ত মোবাইল ও ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ রাখার কথা সরকারি বিজ্ঞপ্তি দিয়ে আজ জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, আরও কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ রাখা হতে পারে।
আগামীকাল ৭ই মার্চ থেকে রাজ্য জুড়ে আরম্ভ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। টোকাটুকি রুখতে এবার কড়া পদক্ষেপ রাজ্যের। স্পর্শকাতর এলাকা গুলিতে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊