Latest News

6/recent/ticker-posts

Ad Code

MP EXAM 2022: কোচবিহার জেলার কোন কোন এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট? জানুন বিস্তারিত

MP EXAM 2022: কোচবিহার জেলার সহ কোন কোন এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট? জানুন বিস্তারিত



মাধ‍্যমিক


আগামীকাল ৭ই মার্চ থেকে রাজ‍্য জুড়ে আরম্ভ হচ্ছে মাধ‍্যমিক পরীক্ষা। টোকাটুকি রুখতে এবার কড়া পদক্ষেপ রাজ‍্যের। স্পর্শকাতর এলাকা গুলিতে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ‍্য। কোচবিহার জেলাতেও বেশ কিছু ব্লকে বন্ধ থাকবে ইন্টারনেট।



কোচবিহার জেলার যেসব এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট: 


তালিকা:

দিনহাটা ২

তুফানগঞ্জ ২

তুফানগঞ্জ সদর

শীতলকুচি

মেখলিগঞ্জ



বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা করেছে বোর্ড।



রাজ্য বিভাগ পুলিশকে নির্দেশ দিয়েছে পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সম্ভাবনা অন্বেষণ করতে।



পশ্চিমবঙ্গ সরকারের মতে, বোর্ড পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কিছু জেলায় কিছু জোনে ইন্টারনেট সীমাবদ্ধ করা হতে পারে।





ইন্টারনেটের প্রতিরোধ জোন-ভিত্তিক করা হবে, বিশেষ করে যেখানে পরীক্ষা চলছে।বাইরে থেকে নকল সরবরাহ রুখতে বিশেষ ব্যবস্থা নেবে প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code